একাডেমিক
শিক্ষার্থীদের আচরনবিধিঃ
১) নির্দিষ্ট সময়ে (সকাল ৯ঃ৩০ মিঃ) প্রতি
কার্য দিবসে কলেজে আসতে হবে।
২) কলেজ থেকে নির্ধারিত পশাক পরিধান করতে হবে । (আইডি কার্ড গলায় ঝুলানো বাধ্যতামুলক)
৩) কোন কারণে অনুপস্থিত থাকলে অভিভাবকসহ এসে কারণ দর্শাতে হবে।
৪)১ম বর্ষ ও ২য় বর্ষের নির্ধারিত তলা ব্যাতিত অন্য কোন তলায় ঘুরাফেরা করা যাবেনা ।
৫) ছেলেরা ছোট চুল ও মেয়েরা বেণী করে কলেজে আসবে। ছেলে কিংবা মেয়েরা অলংকার মনে হয় এমন কিছু পরিধান করতে পারবে না ।
৬)অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে সাক্ষাৎ করার প্রয়োজন হলে অনুমতি নিয়ে সালাম দিয়ে কক্ষে প্রবেশ করবে।
৭)শিক্ষক ও বড়দের সাথে কলেজ ক্যাম্পাসের বাহিরে কোথাও দেখা হলে সালাম বিনিময় করবে ।
৮) নির্দিষ্ট স্থানে রাখা ডাস্টবিনে ময়লা ফেলবে।
৯) সপ্তাহের যে কোন একদিন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ পরিষ্কার করবে ।
১০)মোবাইল নিয়ে কলেজে প্রবেশ করা যাবে না, প্রয়োজনে কলেজ অফিসের ফোন ব্যবহার করতে পারবে।
১১) অনুপস্থিতির ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ দর্শাতে না পারলে জরিমানা এবং মাসের শেষে কলেজ অফিসে মাসিক বেতনের সাথে জরিমানা প্রদান করতে হবে।
১২) কলেজের বাইরে আইন শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ করা যাবে না। কেউ যদি কলেজ শৃঙ্খলা ভঙ্গ হওয়ার মত কোন কাজ করে কলেজ কতৃপক্ষ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।